মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ. কে.এম রায়হানুর রহমান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইনের পরিচালনায় এ সময় সকল সরকারী অফিসের বিভাগীয় প্রধান, থানা প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা উপজেলার বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনা পাশাপাশি বর্তমান ডাকাত আতঙ্কের কথাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপারাধের কথা তুলে ধরে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা কমনা করেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ. কে.এম রায়হানুর রহমান।
প্রিন্ট