বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও ইউনুসের সহযোগী দেশ বিরোধী জঙ্গি সমন্বিত অবৈধ সরকারের অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগ, সংখ্যা লঘু, পুলিশ, প্রশাসনের লোক, ও সাধারণ মানুষের উপর খুন, গুম ধর্ষণ, লুটতরাজ ও সীমাহীন অন্যায় অত্যাচারের মাধ্যমে একটি সাজানো গুছানো দেশটাকে জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্সের একটি হলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে ও সংগঠেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় প্রতিবাদ সভায় বাংলাদেশের সুযোগ্য-সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী অংশ গ্রহন ও দীর্ঘ বক্তব্য প্রদান।
এতে বিশেষ অতিথি হিসাবে অবৈধভাবে সরকার পরিবর্তনের পর বেলজিয়াম আওয়ামী লীগের কোন অনুষ্ঠানে প্রথমবারের মত উপস্থিত হয়ে
বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সম্পাদক ড: হাছান মাহমুদ।
সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সদ্য প্রয়াত সাবেক সভাপতি শ্রদ্ধেয় শ্রী অনীল দাশ গুপ্ত ও বাংলাদেশের স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের সাম্প্রতিক ইউনুস গং সরকারের অত্যাচার নির্যাতনে প্রান হারানো সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে আরো বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেষণ করে শিশু শিল্পী মেহজাবীন সুরাইয়া মাহমুদ। এতে মিউজিক পরিচালনা করেন মাহির মাহমুদ। সব শেষে সভাপতি সহিদুল হকের সমাপনী বক্তৃতা ও উপস্থিত সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
প্রিন্ট