ফরিদপুরের বোয়ালমারীতে আজ করোনা আক্রান্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির মা এবং অপর এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দশ দিনে করোনায় ৬ জনের মৃত্যু হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রহমান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৭০) করোনা আক্রান্ত হয়ে বুধবার (৩০ জুন) রাত তিনটার দিকে মারা যান। গত ২৮ জুন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টেস্ট করা হলে তার করোনা ধরা পড়ে।
এদিকে পৌরসভার কামারগ্রাম নিবাসী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্তুজা আলী তমালের মা রীনা বেগম (৫৫) বুধবার সকালে মারা যান। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৬ জুন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা টেস্ট করা হয়। টেস্টে পজিটিভ আসে।
তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই বুধবার সকালে তার মৃত্যু ঘটে।
প্রিন্ট