জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ শরিফুল ইসলাম ওরফে সরফেজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার বিদ্যাধর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ।
ওসি জানান, ইউপি সদস্য শরিফুল ইসলামকে ফরিদপুর কোতয়ালি থানার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলা, সেটি নিশ্চিত করেননি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এরআগে গত ১০ মার্চ রাতে ইউপি সদস্য শরিফুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। এ সময় তাঁর রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ৬টি লোহার ঢাল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়।
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের দাপটে ‘অসহায়’ এলাকাবাসী!
শরিফুলের বিরুদ্ধে এলাকার আধিপত্য নিয়ন্ত্রণ, অস্ত্রবাজি, বাড়িঘর ভাংচুর-লুটপাট, লাঠিয়াল বাহিনী দিয়ে নিরীহ লোকজনকে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগ নেতা হওয়ায় আওয়ামী লীগ সরকারের শাসনামলে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। কেউ প্রতিবাদ করলে শরিফুলের লাঠিয়াল বাহিনীর হাতে নিমর্ম নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এভাবে শরিফুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
প্রিন্ট