কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ, দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের বহিষ্কৃত কর্মী (জেলা বিএনপির ২২ শে ডিসেম্বর প্রেস রিলিজে সনাক্ত) মাসুদ ও সাতমাইল এলাকার কফিল উদ্দীনের ছেলে যুবদল কর্মী বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী। তাদের দু’জনের মধ্যে যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষনসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
এদিকে বৃহস্পতিবার সকালে আবারও একটি মোটরসাইকেল বহর মতি ও রিয়াজের নেতৃত্বে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দু’টি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।
এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিল শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট