মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) শীর্ষক প্রকল্পের আওতায় মাগুরা জেলার সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১০ টার সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, মাগুরা সেমিনার কক্ষে কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয়, মাগুরা এর আয়োজনে দিনব্যাপী প্রোগ্রাম হয়।
অনুষ্ঠানে পার্টনার (ডিএএম অংগ), চুয়াডাঙ্গা এবং মনিটরিং অফিসার যশোর অঞ্চল কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও মাগুরা কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পার্টনার (ডিএএম অংগ) কৃষি বিপণন অধিদপ্তর, এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক বিষ্ণু পদ সাহা, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল, মাগুরা বিনা উপকেন্দ্র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সুশান চৌহান। মূল প্রবন্ধ উপস্থাপকে ছিলেন, ঢাকা পার্টনার (ডিএএম অংগ) কৃষি বিপণন অধিদপ্তর, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন কর্মকর্তা (দাঃপ্রাঃ) মোঃ রবিউল ইসলাম।
৮ টি বিষয়ের উপর মোট ১২ দিন প্রশিক্ষণ হলো, পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, উত্তম কৃষি চর্চা, একাউন্টস ও বুক কিপিং, বিজনেস প্লানিং, সেলস ও মার্কেটিং, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন ও মানব সম্পদ ব্যবস্থাপনা। কাজের ক্ষেত্র কৃষি উপকরণ- বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, খাদ্য প্রক্রিয়াকরণ- খাদ্য ও পানিয় প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণ সংযোগ, খাদ্য বহির্ভুত প্রক্রিয়াকরন- পাট ও পাটজাত দ্রব্য উৎপাদন এবং বাজারজাতকরন, ফল ও সবজি প্রক্রিয়াকরন- বাছাই, গ্রেডিং, প্যাকেজিং এবং বাজারজাতকরণ, মসলা জাতীয় পণ্য প্রক্রিয়াকরন- প্রক্রিয়াকরন, প্যাকেজিং এবং বাজারজাতকরন, এগ্রো টুরিজম- গ্রামীণ জীবনযাত্রা ও কৃষি ভিত্তিক কার্যক্রম, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য- কৃষি যন্ত্রপাতির ব্যবসা ও সেবা কার্যক্রম এবং অন্যান্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পার্টনার (ডিএএম অংগ) কৃষি বিপণন অধিদপ্তর, এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক বলেন, কৃষি ব্যবসায়ে যুবক ও নারীদের উৎসাহিত করার লক্ষ্যে পার্টনার (ডিএএম অংগ) প্রোগ্রামের আওতায় সারাদেশে ২০ হাজার জনকে (নারী ১২ হাজার এবং যুবক ৮ হাজার জন) অন-দ্য জব ট্রেনিং (OJT) বা কাজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বাংলাদেশের যুবক ও নারীদের জন্য কৃষি ব্যবসায় প্রশিক্ষণ হলো একটি কৌশলগত বিনিয়োগ যার মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার রুপান্তর, অর্থনীতিকে চাঙ্গা করা এবং লিঙ্গ বৈষম্য দূরকরা সম্ভব হবে।
পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষি বয়বসায় প্রশিক্ষণের এই উদ্যোগ দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে কৃষি ভ্যালু চেইনে সক্রিয় অংশগ্রহণকারী হতে এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম করবে। কৃষি ব্যবসায় এই প্রশিক্ষণ বাংলাদেশে যুবক ও নারীদের জন্য ব্যাপক পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করবে। তিনি আরও বলেন, উদ্যোক্তা হলো এমন ব্যক্তি যিনি নির্ধারিত কাজটাকে মনোযোগ সহকারে কাজটার সাফল্য অর্জন করা। মাগুরায় সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠানে পুরুষ ১৮-৩৫ বছর এবং নারী ১৮-৫০ বছরের মোট ৫০ জন উদ্যোক্তা অংশ গ্রহণ করে।
প্রিন্ট