পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপক কুমার সূত্রধর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(২৮ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত দীপক সুত্রধর ওই গ্রামের মৃত রামচরণ সূত্রধরের ছেলে
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে নিজ বাড়িতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন দীপক কুমার সূত্রধর। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রিন্ট