আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫০ পি.এম || প্রকাশকাল : জুন ২৯, ২০২১, ১২:৪৫ পি.এম
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপক কুমার সূত্রধর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(২৮ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত দীপক সুত্রধর ওই গ্রামের মৃত রামচরণ সূত্রধরের ছেলে
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে নিজ বাড়িতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন দীপক কুমার সূত্রধর। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha