রাজবাড়ীর বালিয়াকান্দিতে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন কলেজ, সোনাপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা যুবকদের জন্য এই প্রশিক্ষণের গুরুত্ব এবং এর ফলস্বরূপ সমাজে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, “গ্রামীণ ৩০ জন যুব মহিলাদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী পোশাক তৈরি, নকশিকাঁথা এবং ব্লক ও বাটিক প্রিন্টিং কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। আশা করি, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে জীবনে সফল হবে।”
আরও পড়ুনঃ দুদকের মামলার আসামি হতে যাচ্ছে গোপালগঞ্জ সদর হাসপাতালের অসাধু চক্র
৭ দিনব্যাপী এ প্রশিক্ষণের বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় রয়েছে বালিয়াকান্দি যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী।
প্রিন্ট