সিরাজগঞ্জে হাঁস-মুরগী পালনকারী খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণে দেশি হাঁস-মুরগী পালন বিষয়ক ২ দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সমাপনী দিনে এনডিপি’র ঋণ সহায়তা কর্মসূচির শিয়ালকোল শাখায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এনডিপি’র সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় পরিচালিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন।
এছাড়া আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল) এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ রায়হান নবী, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক মোঃ বাহালুল করিম, সফল খামারী মোঃ আনিছুর রহমান এবং এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন প্রশিক্ষণে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণে বিশেষজ্ঞরা দেশি হাঁস-মুরগী জাত সম্পর্কে ধারণা দেন, বাসস্থান ও খাদ্য বিষয়ক আলোচনা করেন, ব্রুডিং ব্যবস্থাপনা, কৃমিণাশক ও টিকা, হাঁস-মুরগীর রোগ ও প্রতিকার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি খামার বিষয়ে ব্যবহারিক জ্ঞানও শিখানো হয়, যেখানে হাতে কলমে হাঁস-মুরগিতে টিকা প্রদান, খামার জৈব নিরাপত্তা, ব্রুডিং ব্যবস্থাপনা শেখানো হয়।
আরও পড়ুনঃ শুকিয়ে যাওয়া গড়াই নদীর তীরে হলুদ সবুজের সমারোহ
উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করেছে।
প্রিন্ট