ঢাকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক Logo বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা Logo নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ৩ মামলায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে Logo নড়াইলে সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ আটক ৬ Logo মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এস এস সি পরীক্ষা Logo ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাধন র‌্যাবের হাতে গ্রেফতার Logo প্রশ্ন পত্র ফাঁসে জড়িত শিক্ষক সালামের খুঁটির জোর কোথায় ? Logo পাটের জিনোম আবিষ্কারক মাকসুদুল আলমের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আলোচনা সভা Logo থানায় মামলা নিতে ওসির অনীহা, পুলিশের নিস্ক্রিয়তায় পরিবারের আর্তনাদ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা

মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলের অপসারণের দাবিতে মাগুরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড়ে মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেওয়ার পাশাপাশি নির্বিচারে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভকারী শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ রিজু মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। বিগত জুলাই আগস্টের আন্দোলনে তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। ওই ঘটনার পরও মহম্মদপুর উপজেলা প্রশাসন তাকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলের অপসারণ দাবি করে মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের ভায়নার মোড়ে গিয়ে অবস্থান নিলে গোটা সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানান।

 

এরই মধ্যে অতর্কিতে বেশকিছু লোকজন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। তারা ব্যানারটি ছিঁড়েও ফেলে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী হামলার শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাতুল, সাদিয়া, সুবর্ণাসহ অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেছেন। শিক্ষার্থী রাতুল বলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল নানা ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অবমাননা করে আসছেন। তিনি ৪ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আহাদের মাকেও অপদস্থ করেছেন।

 

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ভগিনীপতি শেখ রিজুকে বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন যার পরিপ্রেক্ষিতে ইউএনও পলাশ মন্ডলের অপসারণের দাবি করেছেন।

 

শিক্ষার্থীরা বলেন আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং অভিযুক্ত ইউএনওর অপসারণের দাবি করে মাগুরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানিয়েছি।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

মাগুরাতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা

আপডেট টাইম : ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :

মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলের অপসারণের দাবিতে মাগুরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড়ে মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেওয়ার পাশাপাশি নির্বিচারে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভকারী শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ রিজু মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। বিগত জুলাই আগস্টের আন্দোলনে তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালান। ওই ঘটনার পরও মহম্মদপুর উপজেলা প্রশাসন তাকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলের অপসারণ দাবি করে মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের ভায়নার মোড়ে গিয়ে অবস্থান নিলে গোটা সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানান।

 

এরই মধ্যে অতর্কিতে বেশকিছু লোকজন সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। তারা ব্যানারটি ছিঁড়েও ফেলে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থী হামলার শিকার হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাতুল, সাদিয়া, সুবর্ণাসহ অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেছেন। শিক্ষার্থী রাতুল বলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল নানা ভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের অবমাননা করে আসছেন। তিনি ৪ আগস্ট ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আহাদের মাকেও অপদস্থ করেছেন।

 

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ভগিনীপতি শেখ রিজুকে বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন যার পরিপ্রেক্ষিতে ইউএনও পলাশ মন্ডলের অপসারণের দাবি করেছেন।

 

শিক্ষার্থীরা বলেন আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং অভিযুক্ত ইউএনওর অপসারণের দাবি করে মাগুরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানিয়েছি।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট