ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৪ সালের মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবির সঞ্চালনায় সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফফার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মুক্তিযোদ্ধা মোফখরুজ্জামান প্রমুখ।
আরও পড়ুনঃ মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সন্তান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট