শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় ১৬ই ডিসেম্বর, ২০২৪ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮:১৫ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খোকসা উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির গুরুত্ব উদযাপন করা হয়। উপজেলা চত্বরে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস কর্তৃক সালাম প্রদর্শন করা হয়, যা গ্রহণ করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. কামরুজ্জামান সোহেল প্রমুখ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, খোকসা পৌরসভার প্রশাসক রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান, দল ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দুপুরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মডেল মসজিদসহ অন্যান্য মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।
আরও পড়ুনঃ মুকসুদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
বেলা ১১টায় উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। মেলায় বিভিন্ন দপ্তর তাদের স্টল সাজিয়ে জনগণের মাঝে তাদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট