মোঃ হুমায়ুন কবির, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দরবার হলে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা প্রকৌশলী আঃ মমিন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ড. এম.এ. গাফ্ফার সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি, জামায়াতের নেতৃত্ববৃন্দ।
এ সময় বক্তারা ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ত্যাগ ও অবদান নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
আরও পড়ুনঃ তানোরে কুড়ি পয়েন্টে অবৈধ মাটি বাণিজ্য
এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে, উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।
প্রিন্ট