মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এছাড়া, ঘুষ বাণিজ্য এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও রয়েছে। জানা গেছে, প্রধান শিক্ষক বর্তমানে মামলার পলাতক আসামী, এবং তার বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে, যা টাকা দিয়ে মিটিয়ে ফেলা হয়েছে। প্রধান শিক্ষক রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করেছেন।
এছাড়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান অভিযোগ করেন যে, প্রধান শিক্ষক না থাকায় স্কুলে কোন ডিসিপ্লিন নেই। শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগও উঠেছে, যা তিনি উপজেলা প্রশাসনের কাছে দায়ের করেছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গত তিন মাস ধরে তারা ঠিকমতো ক্লাস পাচ্ছে না, যার কারণে অনেকেই অন্য স্কুলে ভর্তি হচ্ছেন। এছাড়া, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা এখনও শুরু হয়নি।
এ বিষয়ে, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী শাহারিয়ারের বক্তব্য, “অভিযোগ পাওয়ার পর পরিদর্শন করে বিষয়টি দেখা হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার স্ত্রীর বিরুদ্ধে লাঞ্ছনার ঘটনারও তদন্ত করা হবে।
আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত
এখন পর্যন্ত, প্রধান শিক্ষক বাবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
প্রিন্ট