আনিসুর রহমান, বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি
“আস্থা থাকুক বন্ধুত্বায়, ‘ও বন্ধু মানুষ মানুষের জন্য’”—এই স্লোগানকে সামনে রেখে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলায় পরিচিতি পর্ব, উপহার গ্রহণ, মৃত বন্ধুদের স্মরণে নিরবতা পালন, স্মৃতিচারণ, ফটোসেশন, আড্ডা, আনন্দ, গান ও কবিতায় মেতে ওঠেন বন্ধুরা।
বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। দিনব্যাপী এই মিলনমেলায় ৯২ ব্যাচের বন্ধুরা নাচ-গানে আনন্দ উপভোগ করেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাত হওয়ায় অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে ৯২ ব্যাচের বন্ধুদের আয়োজনটি ছিল স্বতঃস্ফূর্ত এবং মুখরিত। এটি ছিল একটি চোখে পড়ার মতো আয়োজন। বন্ধুদের সহায়তায় অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের প্রধান সহযোগীরা ছিলেন—বাগাতিপাড়া উপজেলার জাকির হোসেন, মিঠু, শামীম হোসেন, আব্দুর রহিম, লালপুর উপজেলার মো. সাহীন ইসলাম, মো. জামিরুল ইসলাম মাষ্টার, মো. শাহীন, জামিল হোসেন রানা, আলমগীর হোসেন, জাহিদ, লিটন, বাবু, ঈশ্বরদী উপজেলার সমন্বয়ক রফিকুল ইসলাম রাজু, নুর আলম, সাজ্জাদ হোসেন, বড়াইগ্রামের মোসা: খাদিজা আলম, মোসা: নাজমা সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ মাগুরা গোপালগ্রামে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বিভিন্ন স্কুলের সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে উৎসবটি স্মৃতিচারণের মাধ্যমে অনেক প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা, যখন তারা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
প্রিন্ট