প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৩ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে । জীবনে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কার প্রদান করা হয় ।
নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জোসনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নুরতাজ বেগম , সফল জননী চেমন আরা বেগম এর হাতে উপজেলা মহিলা বিষয়ক অফিসার চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ” আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ ” উপলক্ষে আয়োজিত ” নারী কন্যার সুরক্ষা করি ,সহিংসতা মুক্ত বিশ্ব করি ” শীর্ষক অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ” জয়িতা সম্মাননা ” তুলে দেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ছিলেন একজন সমাজ সংস্কারক । তিনি আজীবন নারী ও পুরুষের সম অধিকার বাস্তবায়নে প্রত্যক্ষভাবে কাজ করেন । এক্ষেত্রে তিনি নারী শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছেন । আমাদের দেশের নারীদের কাছে বেগম রোকেয়া একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ।
প্রিন্ট