নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার ও শাওন মাতুব্বর নামের দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫)কে আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। শাওন ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র।
এ সময় আহত আরেক বন্ধু বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র খালিদ শেখ (১৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনার দু”জন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন জানান, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। পরে তাদেরকে ভাঙ্গা হাসপাতালে নেয়ার পথে আরেক বন্ধু শাওন মারা যায়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রিন্ট