সদরপুরে করোনা সংক্রমণ রোধে তৃতীয় দফা লকডাউন (৩য় দিন) বাস্তবায়নে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ফরিদপুরের সদরপুরে উপজেলা সদরে প্রবেশের বিভিন্ন পথে এ অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অভিযানে লকডাউন অমান্য করে দোকান খোলা ও লকডাউনের আইন অমাণ্য করলে জেল-জরিমানা সহ কঠোর শাস্তি দেয়া হবে বলে সতর্ক করা হয়।
গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেণ, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল এবং একদল পুলিশ সদস্যরা।
উক্ত অভিযানে সজল চন্দ্র শীল সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনেচলা ও জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
অপরদিকে গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল জানান, গত শুক্রবার ৩০ জন রোগীর করোনা পরীক্ষা করার জন্য ফরিদপুর পাঠানো হয়। এতে ১৩ জন রোগীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
প্রিন্ট