সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভার আয়োজন করে।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা – এই শ্লোগান সামনে রেখে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে কালুখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আলী জিন্নাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণী সম্পদ কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা,সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত বক্তব্য রাখেন।
প্রিন্ট