কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
সমাজ জাগরণে গণমত (সজাগ) যশোর’র উদ্যোগে ২৬ জন বৃদ্ধকে চিকিৎসা সহায়তা খরচ প্রদান করা হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর বিকেল ৪টায় যশোর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রেলগেট এলাকায় চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সজাগের সভাপতি বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক এস এম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রাজু, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাসেল সিকদার বাহাদুর।
সজাগ’র নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূর, জসিম উদ্দিন।
অপরদিকে একই দিন সকালে যশোর সদর উপজেলার পাগলাদহ বহুমুখী হাফিজিয়া মাদ্রাসার হেফজখানায় কার্পেট বিতরণ করে সজাগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সজাগ’র সভাপতি সাংবাদিক এসএম সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূর, নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মিজনুর রহমান, ক্বারী আশিকুল ইসলাম, হাফেজ ফরিদ আহমেদ হাফেজ শাহিনুর রহমান প্রমুখ।
প্রিন্ট