ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে মাদরাসার ব্যাটারী চুরির ঘটনায় হামলা, মেম্বরের বিরুদ্ধে অভিযোগ

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মাদরাসার ব্যাটারী চুরির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ নিয়ে বিচার চাওয়ায় কৃষকের বাড়িতে হামলা চালিয়েছে ওই ইউপি সদস্যের লোকজন।

 

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. বিল্লাল মোল্যার ছেলে সিয়াম মোল্যা রোববার ১ ডিসেম্বর গৌরীপুর হাফেজিয়া মাদ্রাসার ব্যাটারী চুরি করে। সেই চুরির ব্যাটারী মেম্বারের ছেলে গোহাইলবাড়ী বাজারে আমিরুলের ভাঙ্গারির দোকানে বিক্রি করতে যায়। ভাঙ্গারী হিসেবে ওই ব্যাটারী ২৫০০ টাকা দাম হাকা হয়। সন্দেহ হলে ভাঙ্গারির দোকান মালিক বিল্লাল মেম্বারকে খবর দেয়। পরে জানা জানি হয় সেই ব্যাটারী মাদ্রাসার চোরাইকৃত ব্যাটারী। ওই ব্যাটারী ও ছেলেকে মেম্বরের নিকট হস্তান্তর করেন বলে নিশ্চিত করেন আমিরুল। মাদ্রাসায় গিয়েও ব্যাটারী চুরির সত্যতা পাওয়া যায়।

 

স্থানীয় লোকজন জানান, এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শাহাদত, হায়দার ও অন্যান্য লোকজন শুক্রবার (০৬.১২.২৪) জুম্মার নামাজ শেষে ব্যাটারী চুরির বিচার চাইলে। বিল্লাল মেম্বার ও তার ভাই লোকজন নিয়ে শাহাদত ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে তার স্ত্রী রোজিনা আহত হয়। এ ঘটনায় মেম্বার নিজে শাহাদতের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের হাত মোচকে নাকে মুখে কিল ঘুষি মারে। বাড়িতে এসে ভাঙচুর করা হয় বলে জানান। এ ঘটনায় শাহাদতের স্ত্রী রোজিনা বেগম শনিবার (০৭.১২.২৪) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা অন্যদিকে মোড় নিতে বিল্লাল মেম্বার শুক্রবার তার বাড়িতে অনুষ্ঠিত হালখাতার অনুষ্ঠান পন্ড করার নাটক সাজিয়ে শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

মো. বিল্লাল মেম্বার বলেন, আমার বাবা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি কমিটির সাধারণ সম্পাদক। আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে বলে দাবী করেন।

 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, রাতে বিল্লাল মেম্বার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সে অভিযোগ তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রোজিনা বেগম বাদী হয়ে বিল্লাল মেম্বারসহ ৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বোয়ালমারীতে মাদরাসার ব্যাটারী চুরির ঘটনায় হামলা, মেম্বরের বিরুদ্ধে অভিযোগ

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে মাদরাসার ব্যাটারী চুরির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ নিয়ে বিচার চাওয়ায় কৃষকের বাড়িতে হামলা চালিয়েছে ওই ইউপি সদস্যের লোকজন।

 

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. বিল্লাল মোল্যার ছেলে সিয়াম মোল্যা রোববার ১ ডিসেম্বর গৌরীপুর হাফেজিয়া মাদ্রাসার ব্যাটারী চুরি করে। সেই চুরির ব্যাটারী মেম্বারের ছেলে গোহাইলবাড়ী বাজারে আমিরুলের ভাঙ্গারির দোকানে বিক্রি করতে যায়। ভাঙ্গারী হিসেবে ওই ব্যাটারী ২৫০০ টাকা দাম হাকা হয়। সন্দেহ হলে ভাঙ্গারির দোকান মালিক বিল্লাল মেম্বারকে খবর দেয়। পরে জানা জানি হয় সেই ব্যাটারী মাদ্রাসার চোরাইকৃত ব্যাটারী। ওই ব্যাটারী ও ছেলেকে মেম্বরের নিকট হস্তান্তর করেন বলে নিশ্চিত করেন আমিরুল। মাদ্রাসায় গিয়েও ব্যাটারী চুরির সত্যতা পাওয়া যায়।

 

স্থানীয় লোকজন জানান, এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শাহাদত, হায়দার ও অন্যান্য লোকজন শুক্রবার (০৬.১২.২৪) জুম্মার নামাজ শেষে ব্যাটারী চুরির বিচার চাইলে। বিল্লাল মেম্বার ও তার ভাই লোকজন নিয়ে শাহাদত ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে তার স্ত্রী রোজিনা আহত হয়। এ ঘটনায় মেম্বার নিজে শাহাদতের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ের হাত মোচকে নাকে মুখে কিল ঘুষি মারে। বাড়িতে এসে ভাঙচুর করা হয় বলে জানান। এ ঘটনায় শাহাদতের স্ত্রী রোজিনা বেগম শনিবার (০৭.১২.২৪) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা অন্যদিকে মোড় নিতে বিল্লাল মেম্বার শুক্রবার তার বাড়িতে অনুষ্ঠিত হালখাতার অনুষ্ঠান পন্ড করার নাটক সাজিয়ে শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

মো. বিল্লাল মেম্বার বলেন, আমার বাবা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি কমিটির সাধারণ সম্পাদক। আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে বলে দাবী করেন।

 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, রাতে বিল্লাল মেম্বার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সে অভিযোগ তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রোজিনা বেগম বাদী হয়ে বিল্লাল মেম্বারসহ ৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট