ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পাড়া পদ্মা নদীর তীরবর্তী চরের মাটি, বালি অবৈধভাবে রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
এসব মাটি বিভিন্ন ইট ভাটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার ফলে এইসব এলাকায় নদী ভাঙ্গন আরও তীব্র হচ্ছে। স্থানীয়রা নদীতে তাদের ফসলি জমি ও নিজেদের ঘরবাড়ি হারাচ্ছেন।
স্থানীয়রা জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে পদ্মা নদীর তীর থেকে মাটি, বালি কাটার সময় স্থানীয়রা টের পেলে উপজেলা প্রশাসনকে খবর দিলে পরের দিন ৫ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার এসে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি খুলে নিয়ে যায়।
বাগগাড়ি পাড়াতে পদ্মা নদীর পার ঘেঁষে অবৈধভাবে বালি, মাটি কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন ১ টি মোবাইল কোট পরিচালনা করেন। তিনি সাংবাদিকদের বলেন, সরেজমিনে পরিদর্শন করে কাউকে না পেয়ে মাটির কাজে ব্যবহৃত ভেকু পাওয়া যায়। ভেকুর মালিককে ও ড্রাইভারকে না পেয়ে ভেকুর ব্যাটারি জব্দ করি। পরবর্তী টাইমে ব্যাটারির পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ব্যাটারি নিয়ে যায়। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রিন্ট