সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রুপান্তরনীতি ২০২৪ এর এডভোকেসি ক্যাম্পেইনের কাজের অংশ হিসেবে সারাদেশের ন্যয় নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা’কে গণস্বাক্ষর সম্ববলিত স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উপজেলা শাখা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ক্যাবের উপজেলা কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাকে এই স্মারকলিপি দেন।
এতে জ্বালানী অধিকার রক্ষা, পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে জ্বালানি মূল্য বজায় রেখে জ্বালানি সুবিচার নিশ্চিত এর বিষয়ে আলোকপাত করা হয়। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে ন্যায্য এবং সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব প্রাথমিক জ্বালানি এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ন্যায্য এবং টেকসই জাতীয় জ্বালানি সুবিচার নিশ্চিত করার জন্য জ্বালানি রূপান্তর নীতির দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ লালপুরে গৃহবধুকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সড়ক অবরোধ করে থানায় বিক্ষোভ
এ সময় ‘ক্যাব’ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু সহ ‘ক্যাব’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট