ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীকে বেঁধে ৯টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত চক্রের সদস্যরা মোটর গ্যারেজের অন্তত ১০ লাখ টাকার পার্টস ও মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
আজ (বুধবার) ভোরে সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন ঢাকা ঝালুপাড়া এলাকায় বিশ্বাস সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত তিনটার দিকে ট্রাক নিয়ে বিশ্বাস সুপার মার্কেটে অবস্থান নেয় ডাকাত দলের অন্তত ১৫ জন সদস্য। এ সময় মার্কেটে থাকা নৈশপ্রহরী ও ব্যবসায়ী হাফিজুল ইসলাম তাদের অবস্থান টের পান এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বেঁধে রেখে ৯টি দোকানে ডাকাতি করে। পরে লুট করা এসব মালামাল ট্রাকে তুলে নিয়ে এক ঘণ্টার মধ্যে তারা পালিয়ে যায়।
আরও পড়ুনঃ সদরপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্যবসায়ী রাহিম উদ্দিন রায়হান বলেন, ভোর তিনটার দিকে ১৫ জনের একটি ডাকাত দল এসে মার্কেটের সুজন, আব্দুর রউফ, সেলিম, রাসেল ও রায়হানের দোকান থেকে মোটর পার্টস ও মোটর গ্যারেজের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ত্রিমোহনী এলাকার দিক থেকে তারা আসে এবং সেদিক দিয়েই চলে যায়।
প্রিন্ট