ইউরোপ বু্যরো
ফ্রান্সে বাংলাদেশী অধ্যুষিত লা-কোর্নভে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো। ইউরোপের অন্যান্য কমিউনিটিতে এমন প্রতিষ্টান থাকলেও ফ্রান্সে প্রথমবারের আনুষ্ঠানিক যাত্রা করেছে এ বিবাহের প্রতিষ্ঠান। ফিতা কেটে উদ্বোধন করেন ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী সুমা দাস।
বিয়ের বর–কনে খুঁজে বের করার জন্য ফ্রান্সে চালু হলো ম্যাচমেকিংয়ের এ প্রতিষ্ঠান। অনলাইনেও সেবা দেয়ার পাশাপাশি সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন পাত্র বা পাত্রী বা তাদের অভিভাবকগণ ।
বিয়ের বর-কনে খুঁজে দেওয়ার জন্য এ প্রতিষ্ঠান অত্যন্ত নির্ভরযোগ্য উল্লেখ করে প্রতিষ্ঠানের পরিচালক বিউটি চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দাস, মঞ্জুর এলাহী, ফারুক, সাথী মজুমদার, রুপা, রিচার্ড রানা চৌধুরী, রোনাল্ড রকি চৌধুরী, ডায়না চৌধুরী।
উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
প্রিন্ট