রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে রেন্টি কড়াই গাছ কাটছে সাইকেল মিস্ত্রি আলা মিয়া। রবিবার ২ ডিসেম্বর দুপুর ১ টার সময় সরেজমিনে এসে দেখা যায় গাছ কাটা হচ্ছে ও ওই গাছ বিক্রি হয়েছে।
তাৎক্ষণিক সাংবাদিকরা মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কে অবগত করলে, গাছটি কাঁটা বন্ধ করেতে ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক মো: সুলতান মাহমুদকে মাগুরা সদর ইউএনও বন্ধ করতে বলেন।
কিন্তু চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি গণিত শিক্ষিকা শিপ্রা বিশ্বাস সাইকেল মিস্ত্রি আলা মিয়াকে রাতের আঁধারে গাছ কেটে নিতে বলেন।
এ বিষয়ে ধলহারা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষকের কাছে গণিতের শিক্ষিকা শিপ্রা বিশ্বাস, সাইকেল মিস্ত্রিকে রাতের আধারে গাছ কেটে নিয়ে যাবার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন গণিতের শিক্ষিকা শিপ্রা বিশ্বাস এনটিআরসির মাধ্যমে নতুন চাকরি হয়েছে, উনি এখনো এগুলা ভালো করে বুঝেন না, আমি শিপ্রা বিশ্বাসকে বুঝিয়ে বলব, তবে এই ধরনের কথা ও মন্তব্য তার মোটেও বলা উচিৎ হয়নি।
এবিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, আমি গাছ কাটা বন্ধ করে দিয়েছি। আমি সহকারী শিক্ষিকা শিপ্রার বিষয়টি নিয়ে সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলবো।
প্রিন্ট