বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে অবৈধ থাকা ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলের নের্তৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সহকারি প্রকৌশলী তারিকুল ইসলাম (পরিবহন), উপ-প্রকৌশলী (কার্য) বাবুল আক্তারসহ জিআরপি পুলিশ উচ্ছেদ অভিযানে অংশ নেন। প্রকৌশলী বীরবল মন্ডল জানান,এর আগে দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েও তারা দোকান সরিয়ে নেননি।
জানা গেছে, কয়েক বছর ধরে, আড়ানী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ও রেললাইন সংলগ্ন এলাকায় নিয়ম বর্হিভূতভাবে পান, সিগারেট, ভাতের হোটেল, চা স্টোল, ফলের দোকন, গ্যারেজ, মিষ্টির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কামরুল ইসলাম, লালন উদ্দিন, শুকটা আলী, বুলবুল হোসেন, বাবুল ইসলাম, মানিক হোসেন, মোস্তাকিন হোসেন, রফিকুল ইসলাম, জামরুল হোসেন, রুবেল মাহমুদ, দোয়েল হোসেন, মিলন হোসেন, মতলেব আলী, মিঠন আলী, হিরো আলম, জুয়েল আলী, হিটলার হোসেন, জনাব আলী, টিপু সুলতান, সোহেল আলী, রায়হান আলী, মুক্তার হোসেন,কামু হোসেন, আকবর আলী, আশা মাহমুদসহ ৩০ জন।
আড়ানী রেলওয়ের স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, শুধু আড়ানী রেল স্টেশনে না আড়ানী ঝিনা রেলগেটেসহ নন্দনগাছি, সারদা, বেলপুকুর, হরিয়ান, রাজশাহী বিশ^বিদ্যালয় ও রাজশাহী স্টেশনে অভিযান পরিচালনা করে রেলস্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত উচ্ছেদ অভিয়ান অব্যাহত থাকবে। এরমধ্যে যারা নিজ দায়িত্বে তাদের দোকান সরিয়ে নিবেন না,তাদেও বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ ।
প্রিন্ট