রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের দূষণকারী ছাই কারখানা রিগা লো কোম্পানি বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা থেকে নির্গত ছাই ও ধোঁয়ার কারনে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। এর ফলে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের শ্বাসকষ্ট, হাঁপানি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি কৃষি জমি, গাছপালা এবং জলাশয়ও দূষনের শিকার হচ্ছে।
মানবন্ধনে বক্তারা আরো বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি সত্বেও প্রশাসন এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে এই ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষার্থে উক্ত কারখানা দ্রুত বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। এলাকাবাসী প্রশাসনকে দ্রুত এই বিষয়ের সমাধানে উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে সতর্ক করেন, দাবি পুরন না হলে তারা আরো কঠোর আন্দোলনের পথে হাঁটবেন।
প্রিন্ট