মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি
হিন্দুত্ববাদী ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ওলামা পরিষদ। শনিবার সকাল সারে ১০টার দিকে চরভদ্রাসন সদর বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সক্ষিপ্ত বক্তব্য শেষে একটি প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
চরভদ্রাসন ওলামা পরিষদ এর সভাপতি মুফতি মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুফতী সেলিম হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিম , উপদেষ্টা মোঃ জহুরুল হক , মুফতী সালাউদ্দিন সহ স্থানীয় আলেম ওলামাগণ।
বক্তারা ইসকন কে উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এর সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জরিতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
প্রিন্ট