রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে গত ২৯ নভেম্বর, শুক্রবার রাতে আল-আমিন মিয়া (২৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। আল-আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী-সন্তান নিয়ে রূপগঞ্জের বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নু মিয়ার বাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে আল-আমিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রাত সাড়ে ৭টার দিকে আড়িয়াবো বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুনঃ ইসকন নিষিদ্ধের দাবিতে চরভদ্রাসনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ থানা পুলিশের ওসি লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
প্রিন্ট