ফরিদপুরে ৭ই ডিসেম্বর কর্মশালা সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু। সভাটি বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা সফল করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, শরীয়তপুর জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম, খন্দকার মাসুদ, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তারা আগামী ৭ই ডিসেম্বর ফরিদপুরে আয়োজিত কর্মশালাকে সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ প্রতিটি জেলা থেকে কেবল ৫ জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন বলে বক্তারা জানান।
৭ই ডিসেম্বর আয়োজিত কর্মশালায় কেবল ঢাকা থেকে আসা পূর্ব নির্ধারিত বক্তারা বক্তব্য রাখবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।
আরও পড়ুনঃ তানোরে সার পচার, বিতরণে অনিয়ম, হট্টগোল ও মারপিট
এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবিকে বাস্তবায়ন করতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পৌরসভা, এবং তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণকে নিয়ে কাজ করার জন্য প্রস্তুতিমূলক সভা থেকে উদ্বুদ্ধ করা হয়।
প্রিন্ট