ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও Logo মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী কর্তৃক অগ্নিসংযোগ ও অফিসের আসবাবপত্র ভাংচুর Logo সদরপুরে হেরোইনসহ যুবক আটক Logo নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মধুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই ভ্যানের দুই যাত্রীর মৃত্যু Logo ক্লিন ইমেজের প্রার্থীর খোঁজে বিএনপি রাজশাহী-১ আলোচনায় যারা Logo দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত Logo বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন Logo বসতভিটায় মিন্টুর শখের বাগান Logo ইসরায়েলি রাষ্ট্রদূতের গ্রেপ্তার এবং গাজা গণহত্যায় বন্ধে বিক্ষোভ সমাবেশ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় করোনায় ৩জনের মৃত্যু,শনাক্ত হার ১০৫ জন !

ছবি- প্রতীকি।

কুষ্টিয়ার ভেড়ামারায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এই উপজেলায় গত তিনদিনে মোট ৯জনের মুত্যু হয়। নমুনা পরীক্ষা ফলাফলে পজিটিভ শনাক্ত ১০৫ জন।

আজ বুধবার(২৩জুন)সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ বাবলু’র ছেলে রাজীব (২৬)।একই গ্রামের আমির হোসেনের স্ত্রী মোছাঃ বেবী খাতুন(৪৫)। ও ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ফাতেমা খাতুন (৭০) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যায়।

এতে করে বোঝা যাচ্ছে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ভেড়ামারায় করোনা পরিস্থিতি। ফলে ৭দিনের লকডাইনের আওতায় এনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। আজ তৃতীয় দিন । প্রথম দিন মানুষ কিছুটা স্বাস্থবিধি মানলেও ধীরে ধীরে তা স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে সাধারণ মানুষ।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল আমীন জানান, গতকাল ২২জুন মঙ্গলবার ভেড়ামারা পৌর এলাকা নওদা পাড়া গ্রামে একই পরিবারের মোট ৪জন,বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামে ২জন, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামে ১জন, ঠাকুর দৌলতপুর ১জন,ধরমপুর ইউনিয়নের ধরমপুর সাত বাড়িয়া গ্রামে ১জন। মোট ৯ জন।

৩১মে,২জন,২জুন,৩জন,৪জুন,৩জন,৫জুন,২জন,৬জুন,২জন,১০জুন,৮জন,১২জুন,৬জন,১৩জুন,১৪জন,১৪জুন,৪জন,১৫জুন,৫জন,১৬জুন,৬জন,১৭জুন,৮জন,১৮জুন১৯জুন,৮জন,২০জুন,৫জন। তিনি আরো জানান,নমুনা পরীক্ষা ফলাফলে এই উপজেলায় পজিটিভ রুগী শনাক্ত ১০৫ জন। গত ৩দিনে মারাগেছে মোট ৯জন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভায় মহিলা লীগ নেত্রী, দিলেন বক্তব্যও

error: Content is protected !!

ভেড়ামারায় করোনায় ৩জনের মৃত্যু,শনাক্ত হার ১০৫ জন !

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :

কুষ্টিয়ার ভেড়ামারায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এই উপজেলায় গত তিনদিনে মোট ৯জনের মুত্যু হয়। নমুনা পরীক্ষা ফলাফলে পজিটিভ শনাক্ত ১০৫ জন।

আজ বুধবার(২৩জুন)সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ বাবলু’র ছেলে রাজীব (২৬)।একই গ্রামের আমির হোসেনের স্ত্রী মোছাঃ বেবী খাতুন(৪৫)। ও ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ফাতেমা খাতুন (৭০) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যায়।

এতে করে বোঝা যাচ্ছে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ভেড়ামারায় করোনা পরিস্থিতি। ফলে ৭দিনের লকডাইনের আওতায় এনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। আজ তৃতীয় দিন । প্রথম দিন মানুষ কিছুটা স্বাস্থবিধি মানলেও ধীরে ধীরে তা স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে সাধারণ মানুষ।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল আমীন জানান, গতকাল ২২জুন মঙ্গলবার ভেড়ামারা পৌর এলাকা নওদা পাড়া গ্রামে একই পরিবারের মোট ৪জন,বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামে ২জন, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামে ১জন, ঠাকুর দৌলতপুর ১জন,ধরমপুর ইউনিয়নের ধরমপুর সাত বাড়িয়া গ্রামে ১জন। মোট ৯ জন।

৩১মে,২জন,২জুন,৩জন,৪জুন,৩জন,৫জুন,২জন,৬জুন,২জন,১০জুন,৮জন,১২জুন,৬জন,১৩জুন,১৪জন,১৪জুন,৪জন,১৫জুন,৫জন,১৬জুন,৬জন,১৭জুন,৮জন,১৮জুন১৯জুন,৮জন,২০জুন,৫জন। তিনি আরো জানান,নমুনা পরীক্ষা ফলাফলে এই উপজেলায় পজিটিভ রুগী শনাক্ত ১০৫ জন। গত ৩দিনে মারাগেছে মোট ৯জন।


প্রিন্ট