কুষ্টিয়ার ভেড়ামারায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এই উপজেলায় গত তিনদিনে মোট ৯জনের মুত্যু হয়। নমুনা পরীক্ষা ফলাফলে পজিটিভ শনাক্ত ১০৫ জন।
আজ বুধবার(২৩জুন)সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ বাবলু'র ছেলে রাজীব (২৬)।একই গ্রামের আমির হোসেনের স্ত্রী মোছাঃ বেবী খাতুন(৪৫)। ও ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ফাতেমা খাতুন (৭০) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যায়।
এতে করে বোঝা যাচ্ছে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ভেড়ামারায় করোনা পরিস্থিতি। ফলে ৭দিনের লকডাইনের আওতায় এনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। আজ তৃতীয় দিন । প্রথম দিন মানুষ কিছুটা স্বাস্থবিধি মানলেও ধীরে ধীরে তা স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। নানা অজুহাতে রাস্তা-ঘাটে বেরিয়ে আসছে সাধারণ মানুষ।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল আমীন জানান, গতকাল ২২জুন মঙ্গলবার ভেড়ামারা পৌর এলাকা নওদা পাড়া গ্রামে একই পরিবারের মোট ৪জন,বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামে ২জন, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার গ্রামে ১জন, ঠাকুর দৌলতপুর ১জন,ধরমপুর ইউনিয়নের ধরমপুর সাত বাড়িয়া গ্রামে ১জন। মোট ৯ জন।
৩১মে,২জন,২জুন,৩জন,৪জুন,৩জন,৫জুন,২জন,৬জুন,২জন,১০জুন,৮জন,১২জুন,৬জন,১৩জুন,১৪জন,১৪জুন,৪জন,১৫জুন,৫জন,১৬জুন,৬জন,১৭জুন,৮জন,১৮জুন১৯জুন,৮জন,২০জুন,৫জন। তিনি আরো জানান,নমুনা পরীক্ষা ফলাফলে এই উপজেলায় পজিটিভ রুগী শনাক্ত ১০৫ জন। গত ৩দিনে মারাগেছে মোট ৯জন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha