বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পাবনার চাটমোহর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল ৮টায় চাটমোহর পুরাতন বাজার আওয়ামী যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আওয়ামীলীগের নবগঠিত কমিটি তাদের কার্যক্রম শুভ সুচনা করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, পৌর আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন মিয়া, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম, প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালনের পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রিন্ট