সরকারি ইয়াসিন কলেজ ও সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার, সকালে ফরিদপুর ইয়াসিন কলেজে এবং পরে সরকারি রাজেন্দ্র কলেজে এই কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম নাসির। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতির ভবিষ্যত এবং ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি কেমন হবে, সে বিষয়ে সাধারণ ছাত্রদের মতামত শোনেন।
এ সময় তারা বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের নোংরা ও কলুষিত রাজনীতির দিন শেষ। এখন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের ছায়ায় সুস্থ ধারার পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি চলবে।” তারা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান।
আরও পড়ুনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
এছাড়া, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারণ ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়। সাধারণ ছাত্ররা তাদের মতামত ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে রাজেন্দ্র কলেজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নাসিরুল ইসলাম নাসির। তিনি ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। একই সাথে, ফরিদপুরের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে তিনি কলেজ ক্যাম্পাসে একটি ফলের গাছ রোপণ করেন।
প্রিন্ট