আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় র্যাবের অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিলসহ আসাদুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আসাদুল ইসলাম উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আকছেদ আলী ছেলে।
রাজশাহী র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রোববার (১৭ নভেম্বর) রাত ১ টার দিকে বাঘা আড়পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলামকে ৩০০ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, বাঘা আড়পাড়া গ্রামের ১ মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং গভীর রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১ জনকে হাতে-নাতে আটক করে উক্ত আসামীর বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে থাকা পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রেন থেকে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করল বিজিবি
গ্রেপ্তারকৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় বাঘা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
প্রিন্ট