রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মদপানে বিষক্রিয়া হয়ে সামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের জুটু সরদারের নাতি সামিউল লালপুর ইউনিয়নের জোতদৈবকী (সবজিপাড়া) গ্রামের বাসিন্দা এতিম আলীর ছেলে।
জানা যায়, গত ১৪ নভেম্বর মধ্যরাতে বিলমাড়িয়ার চরে ৫ বন্ধু মিলে সামিউল মদ পান করে। অতিরিক্ত মদপানের কারণে ১৫ নভেম্বর রাত ১০:৩০ টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিকালে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
পরে শনিবার সন্ধ্যায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু। এবিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রথমে সামিউল লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে ৫টি গরু ছিনতাই
তার অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি।
প্রিন্ট