মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল দল জয়লাভ করেছে। প্রতিযোগিতায় তারা প্রতিপক্ষ সবুজ দলকে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে জবাবে ৫ উইকেট হারিয়ে লাল দল ১৬৯ রান সংগ্রহ করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পান লাল দলের ইমাম তিনি ৩৮ বলে ৬৭ রানে পাশাপাশি বল হাতে একটি উইকেট লাভ করেন। খেলা শেষে নেতৃবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতার পরবর্তী পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।
এর আগে আজ শনিবার সকাল ১১ঃ৩০ মিনিটে ফরিদপুর স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্ট আরম্ভ হয়। এতে লাল দল ও সবুজ দল একে অপরের মোকাবেলা করছে। এতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসার সুমন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক বিএনপির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু।
এ সময় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি-লুটপাট ও দলীয়করণ করে যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে।তবে এখন ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপির নেতৃত্বে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজ শুরু হবে৷এই ধারাবাহিকতায় শহীদ জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাকে জাতীয় পর্যায়ে সুযোগ দেয়া এবং দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ এছাড়া এই প্রতিযোগিতা থেকে ফরিদপুর জেলার অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরো অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ সাড়ে তিনশ কোটি টাকা খেলাপির দায়ে বোয়ালমারীর গোল্ডেন জুট মিল নিলামে
অনুষ্ঠানে জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন , জাতীয় সংগীত পরিবেশন এবং পরে বেলুন ঊড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।প্রতিযোগিতার বিজয়ী দল আগামী ১৯ নভেম্বর ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট