রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯২ তম (২০২৪-২০২৫) আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ৯২ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গণে শুক্রবার বিকাল ৪:১৫ টায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.খবীর উদ্দিন মোল্লা, নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা হারুনর রশীদ পাপ্পু, আখ চাষি ও মিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিল সূত্র জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে চিনি উৎপাদনের উক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।
চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।
প্রিন্ট