মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর বাজার বণিক সমিতির সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী নজির মিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে সদর বাজারের মধ্যে গলিতে আলফাডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে স্বর্ণব্যবসায়ী ননি গোপালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন।
এসময় বক্তব্য প্রদান করেন, বণিক সমিতির সাবেক সভাপতি আওয়াল ফকির, কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি শেখ ইয়াসিন আলী জুদ্দু, সিমেন্ট ব্যবসায়ী স্বপন কুমার কুন্ডু, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, বস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ও নজির মিয়ার একমাত্র সন্তান পাদুকা ব্যবসায়ী আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার শেখ প্রমুখ।
এসময় আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ’লীগের সভাপতি সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বস্ত্র ব্যবসায়ী মিরাজ হোসেনসহ কয়েক শতাধিক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলফাডাঙ্গা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোল্যা আব্দুর রহমান। গত (১০ নভেম্বর) রোববার রাতে হৃদরোগে আক্তান্ত হয়ে নজির মিয়া ইন্তেকাল করেন।
প্রিন্ট