ঢাকা , রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেললে তারা মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

 

ওসি শিহাবুর রহমান বলেন, “রাসেল ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন। তাকে পুলিশ কঠোর নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান জানার পর পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা দু-একটি কিলঘুষি মেরেছে, তবে বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে।”

 

 

এছাড়া, রাসেলের বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন

error: Content is protected !!

কুষ্টিয়ায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার মারধর

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেললে তারা মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

 

ওসি শিহাবুর রহমান বলেন, “রাসেল ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন। তাকে পুলিশ কঠোর নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান জানার পর পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা দু-একটি কিলঘুষি মেরেছে, তবে বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে।”

 

 

এছাড়া, রাসেলের বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


প্রিন্ট