কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা শহরের মজমপুর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মোটরসাইকেলযোগে রাসেলসহ দুজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেললে তারা মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।
ওসি শিহাবুর রহমান বলেন, “রাসেল ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন। তাকে পুলিশ কঠোর নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান জানার পর পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। উত্তেজিত জনতা দু-একটি কিলঘুষি মেরেছে, তবে বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে।”
এছাড়া, রাসেলের বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha