কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন ইয়ামিন মোল্লা, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মোশাররিফুল ইসলাম বাবু, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা; মো. রুবেল হোসেন, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা; শিমুল মাহমুদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা; এনামুল হক, পেশাজীবী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি; সালাম নুর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাগেশ্বরী উপজেলা; এবং মো. মেহেদী হাসান, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা।
মতবিনিময় সভায় বক্তারা গণঅধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি এবং জনগণের প্রতি দায়বদ্ধ।”
এছাড়া, বক্তারা নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনসহ বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হিসেবে পরিচিত এবং তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৭ মাস কারাবন্দি ছিলেন। তার মতে, এসব আন্দোলন দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।
সভায় গণঅধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতে আরো কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংবাদ মাধ্যমে সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট