নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস আলীর সভাপতিত্বে কর্মী সভাটি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার।
দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ এবং ছাত্র নেতা আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুর রহমান হলুদ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান, ঈশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাহেদ প্রমুখ।
এ সময় লালপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মান্নাফ আলী, শামসের আলী, মামুন আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, বিএনপি কর্মী গোলাম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ বাঘায় সরকারি কাজে বাধা প্রদান
কর্মী সভার সার্বিক পরিচালনায় ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন।
প্রিন্ট