নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর হল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ হোসেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তাদের চাপে আমরা দলীয় কোন প্রোগ্রাম করতে পারি নাই। তারা আমাদের কার্যালয় প্রশাসন দিয়ে বন্ধ করে রাখত। সেই প্রশাসন এখন আমাদের স্বাগত জানায়। এটাই হল ধৈর্যের ফল। অতএব কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা যার যার স্থান থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সামনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিএনপি , যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট