প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় চিৎলা ও খাদিমপুর ইউনিয়নের ৪০টি গৃহহীন পরিবার এর কাছে নতুন বাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, বেলা ১১টার দিকে স্টেপ-আপ প্রকল্পের আওতায় সেলাভিপ এর সহযোগিতায় এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর গ্রামে এই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
তিনি বলেন, ‘‘ঘর শুধু একটি ঘর নয়, এটি একটি মানুষের স্বপ্ন এবং একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এই চল্লিশটি পরিবারের স্বপ্নকে বাস্তবায়িত করেছে। সরকারের পাশাপাশি এই সংস্থা গৃহহীনদের জন্য কাজ করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আপনারা অনেক ভাগ্যবান, আপনাদের স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে, এবং এই ঘরকে কেন্দ্র করে আপনাদের সামনে নতুন সুযোগের দরজা খুলেছে। এই ঘরকে কেন্দ্র করে আপনাদের উচিত বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া, যাতে আপনারা নিজেদের স্বাবলম্বী হতে পারেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।’’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি রোকেয়া বেগম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি শরিফা খাতুন, নির্বাহী সদস্য হাফিজ উদ্দীন, সদস্য মোশারেফ হোসেন, ইসপেয়ারা খাতুন, ইউপি সচিব চির কুমার কনক (খাদিমপুর), মোসাবা আলী (চিৎলা) সহ বিভিন্ন স্থানীয় নেতা ও জনগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী। সহযোগিতায় ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আসাদুজ্জামান, মহিবুল হাবীব, আরিফুর রহমান, হামিদুল ইসলাম, আব্দুর রহমান, খোকন মিয়া, বিপুল হোসেন প্রমুখ। এছাড়া, উপস্থিত ছিলেন চিৎলা ও খাদিমপুর ইউনিয়নের ইউপি সদস্যরা এবং গৃহহীন পরিবারগুলো।
প্রিন্ট