রাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এ সময় ইউএনও শাম্মী আক্তার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মনীতি ও আইন মেনে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের পড়াশোনার চেয়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, যা শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে। শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বাল্যবিয়ের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে, এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়াতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে।’’ এছাড়া, শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের অন্যান্য আনুষ্ঠানিক বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার পরামর্শ দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ বক্তৃতা দেন। সভায় উপজেলা ও এলাকার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট