বাঘায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মজিবর রহমান জুয়েল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হিটলার মন্ডলসহ আরও অনেক নেতাকর্মী এই শুভেচ্ছা প্রদান করেন।
এ ছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিন্টু, শাহদৌলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহম্মেদ (পিয়াস) ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনও শাম্মী আক্তারকে স্থানীয় রাজনৈতিক পরিবেশের কথা জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।