ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন Logo কুষ্টিয়ার সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ Logo যশোরের মণিরামপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি হলেন লিটন মোড়ল Logo নাটোরের নলডাঙ্গায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত Logo নরসিংদীতে কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo লোহারটেক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আলিম আর নেই Logo লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক Logo তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা Logo কালাইয়ে অটোভ্যানের সোকাব ভেঙ্গে চালক নিহত Logo টেকনোলজির উন্নয়ন ও সামাজিক অবক্ষয়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে ফেসবুকে মিথ্যা অব্যাহতির চিঠি প্রচারের নেপথ্য নিয়ে প্রশ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত ৩ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি এডিট করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভাইরাল করে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা অব্যাহতির কথিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের নেপথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারা কেনো বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ ব্যাপারে সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে যোগাযোগ করা হলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, মিথ্যা জিনিস নিয়ে কোন মন্তব্য করবো না। নিজ হাতে কোন চিঠি পেলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাহারাম হোসেন সরদার প্রতিক্রিয়ায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। মিথ্যাচারের সাথে জড়িতদের সনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন নেতাকর্মীর সাথে আলাপকালে তারা জানান, চাঁদ আলী খান বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব। তিনি পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান। তার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা রয়েছে। এখানে বিএনপির রাজনৈতিক গ্রুপিং আছে। বিএনপি নেতা চাঁদ আলী খানের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা বিনষ্টে স্বার্থান্বেষী মহল পানি ঘোলা করে নোংরা রাজনীতি করছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

 

পরবর্তীতে কে বা কারা ওই প্রেস বিজ্ঞপ্তি এডিট করে গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলের নামের স্থলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামের নাম যুক্ত করে ফেসবুকে ছাড়ে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

বিএমডিএর অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

error: Content is protected !!

পাংশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে ফেসবুকে মিথ্যা অব্যাহতির চিঠি প্রচারের নেপথ্য নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত ৩ নভেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি এডিট করে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভাইরাল করে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিএনপি নেতৃবৃন্দের মিথ্যা অব্যাহতির কথিত প্রেস বিজ্ঞপ্তি প্রচারের নেপথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কারা কেনো বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা অপপ্রচারে নেমেছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ ব্যাপারে সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে যোগাযোগ করা হলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, মিথ্যা জিনিস নিয়ে কোন মন্তব্য করবো না। নিজ হাতে কোন চিঠি পেলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাংশা পৌর বিএনপির সভাপতি, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাহারাম হোসেন সরদার প্রতিক্রিয়ায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামকে নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। মিথ্যাচারের সাথে জড়িতদের সনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আরো কয়েকজন নেতাকর্মীর সাথে আলাপকালে তারা জানান, চাঁদ আলী খান বিএনপির বলিষ্ঠ নেতৃত্ব। তিনি পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান। তার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা রয়েছে। এখানে বিএনপির রাজনৈতিক গ্রুপিং আছে। বিএনপি নেতা চাঁদ আলী খানের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা বিনষ্টে স্বার্থান্বেষী মহল পানি ঘোলা করে নোংরা রাজনীতি করছে।

অনুসন্ধানে জানা গেছে, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খোরশেদ আলমকে সংগঠনের সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার এবং গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

 

পরবর্তীতে কে বা কারা ওই প্রেস বিজ্ঞপ্তি এডিট করে গাইবান্দা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্দা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. মোরশেদ হাবিব সোহেলের নামের স্থলে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলামের নাম যুক্ত করে ফেসবুকে ছাড়ে।


প্রিন্ট